Khoborerchokh logo

গাইবান্ধায় বে-সরকারী শিক্ষকদের জাতীয় করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি পেশ 91 0

Khoborerchokh logo

গাইবান্ধায় বে-সরকারী শিক্ষকদের জাতীয় করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি পেশ

মোহাম্মদ আনোয়ার হোসেন রানা,সাঘাটা,গাইবান্ধা :

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে গাইবান্ধায় বেসরকারী শিক্ষা ব‍্যবস্হা জাতীয় করণ,সরকারী চাকুরী জীবিদের ন‍্যায় বাড়ি ভাড়া,শত উৎসব ভাতা,চিকিৎসা ভাতা প্রদান ও অবসর গ্রহনের ৩ মাসের মধ্যে অবসর ও কল‍্যানের টাকা প্রদানের দাবিতে জেলা প্রশাসকের কার্যলয়ে স্বারকলিপি প্রদান ও বিক্ষব সমাবেশ কর্মসূচি পালিত  হয়েছে।

বুধবার১০ মে ২০২৩ইং আসাদুজ্জামান সরকারি মহিলা কলেজ সামনে সড়কে ঘন্টাব‍্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে বক্তরা মাননীয় প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রী উদ্দেশ্যে বলেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক সমাজের ন‍্যায়সঙ্গত দাবি আদায়ে রাজপথে নামতে হবে না।

শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরীকরণ,কার্যকর পদক্ষেপ গ্রহণ, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের মর্যাদা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ইতিবাচক কার্যক্রম গ্রহণ করবেন কিন্তু দু:খজনক হলেও সত‍্য আজও তা বাস্তবায়িত হয়নি। মানববন্ধন চলাকালীন সময় বক্তব্য রাখেন বাকশিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি অবসর প্রাপ্ত অধ‍্যক্ষ একরামুল হক খান,সাধারন সম্পাদক রাহেন শফিউল্লা, সদর  উপজেলা শাখার সভাপতি অধ‍্যক্ষ আব্দুল কাদের গোবিন্দগজ্ঞ উপজেলা শাখার সভাপতি এ এইচ এম আহসান হাবীব, সাদুল্ল‍্যাপুর উপজেলা শাখার সভাপতি অধ‍্যক্ষ নজরুল ইসলাম,পলাশবাড়ি উপজেলা শাখার সভাপতি ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ  রাসেল আহমেদ, সুন্দরগজ্ঞ উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ নাসরিন সুলতানা,সাঘাটা উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মমিতুল হক নয়ন,ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি অধ‍্যক্ষ এ টি এম রাশেদুজ্জামান রোকন,জুমার বাড়ি অদর্শ কলেজের অধ‍্যক্ষ শহিদল্ল‍্যাহ সহ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দগণ।।


বক্তব্যরা অবিলম্বে বেসরকারী শিক্ষা ব‍্যবস্হা জাতীয় করণের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী দীপু মনির হস্তক্ষেপ কামনা করেন। পরে  গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যলয়ে জেলা প্রশাসক অলিউর রহমানের হাতে স্বারকলিপি তুলেদেন জেলা বাকশিসর নেত্রীবৃন্দ।। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com